এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ২৫ জুলাই, ২০১৫

আপনার বাচ্চা কি বিছানায় প্রসাব করে?

আপনার বাচ্চা কি বিছানায় প্রসাব করে? তাহলে সমাধানে জেনে নিন একটি ছোট্ট ম্যাজিক!
আপনার বাচ্চা কি বিছানায় প্রসাব করে? তাহলে সমাধানে জেনে নিন একটি ছোট্ট ম্যাজিক!
বাচ্চাদের বিছানায় প্রসাব করার সমস্যা রোধে এই ঘরোয়া উপায়ে জাদুকরি সমাধান জানেন কি?
প্রতিটি বাবা-মায়ের কাছেই খুব স্বাভাবিক একটি সমস্যা হল বাচ্চা প্রতি রাতে বিছানায় প্রস্রাব করা। ছোট বাচ্চাদের ব্যপারটি আলাদা হলেও ৪-১০ বছরের বাচ্চাদের জন্য বছানায় সবসময় প্রস্রাব করে দেয়াটা একটু অন্যরকম। তবে এই সমস্যাটি ঘন ঘন হওয়ার পিছনে অন্যতম কারণ হল বাচ্চাদের মূত্রথলী ছোট থাকে তাই তারা প্রস্রাব ধরে রাখতে পারেনা। আর বাচ্চাদের এই সমস্যা রোধ করার জন্যও আছে কিছু ঘরোয়া সমাধান।
দারুচিনি গুঁড়োঃ
দারুচিনি গুঁড়ো হল খুবই সাধারন একটি উপায় বাচ্চাদের বিছানায় প্রস্রাব করে দেয়ার সমস্যা রোধ করার জন্য।
১। আপনার বাচ্চাকে আস্ত
ব্রেড, বাটার টোস্টে মিশিয়ে দিন।
অলিভ অয়েলঃ
খুব সহজ ভাবে বাচাদের এই সমস্যাটিকে সারিয়ে তুলতে আপনি অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো অলিভ অয়েল নিয়ে সামান্য গরম করে নিন। তারপর বাচ্চার নিন্মাঙ্গের আশেপাশে ভালো করে কুসুম গরম অলিভ অয়েল ম্যাসাজ করে নিন। তবে এই সমস্যা পুরোপুরি সারিয়ে তুলতে প্রতিদিন একই ভাবে গরম অলিভ অয়েল ম্যাসেজ করুন।
মধুঃ
বাচ্চাদের বিচানার প্রস্রাব করার সমস্যা রোধ করার জন্য মধু খুব উপকারী। তাছাড়া বাচ্চারাও মধু খেতে খুব ভালোবাসেন।
১। বাচ্চা প্রতিরাতে ঘুমানোর আগে তাকে ১ চামচ মধু খেতে দিন।
২। সকালের নাস্তার পর এক গ্লাস দুধের সাথে ১ চামচ মধু মিশিয়ে খেতে দিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন