পেট ব্যথা কারণ, লক্ষণ, রোগ নির্ণয় এবং এর হোমিওপ্যাথি চিকিৎসা (
Abdominal pains causes, symptoms, diagnosis and its Homeopathy treatment
)::
পেট ব্যথা হলো নিম্ন বুক এবং শ্রোণীদেশের মধ্যে শরীরের অংশে ব্যথা সহ অস্বস্তিকর একটি অনুভূতি। পেটের গহ্বর পাকস্থলি, যকৃত, পিত্ত থলি, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, অগ্ন্যাশয়, কিডনি, সিকাম, এপেন্ডিক্স, মূত্রনালী, প্লীহা এবং পেটের পেশীর মত বিভিন্ন কাঠামো গঠিত । পুরো পেটকে ৯ টি অঞ্চলে বিভক্ত করা যায় ।
পেটের অঞ্চল অনুসারে বিভিন্ন অঙ্গের অবস্থানঃ
ডান হাইপোকন্ড্রিয়াম (Right Hypochondrium): লিভার, গলব্লাডার, ডান কিডনি, ক্ষুদ্রান্ত্র ।
বাম হাইপোকন্ড্রিয়াম (Left Hypochondrium): প্লীহা, কোলন, বাম কিডনি, অগ্ন্যাশয় ।
ইপিগ্যাস্ট্রিয়াম (Epigastrium): পেট, যকৃত, অগ্ন্যাশয়, গ্রহণী (Duodenum), প্লীহা, অ্যাড্রিনাল গ্রন্থি ।
ডান লাম্বার অঞ্চল(Right Lumber Region): গলব্লাডার, লিভার, ডান কোলন ।
বাম লাম্বার অঞ্চল(Left Lumber Region): সাজানো কোলন, বাম কিডনি ।
নাভিসংক্রান্ত অঞ্চল (Umbilical Region): নাভী (Umbilicus), জেজুনাম (Jejunum), ইলিয়াম (Ileum), গ্রহণী (Duodenum) ।
ডান ইলিয়াক ফসা (Right Iliac Fossa): এপেন্ডিক্স (Appendix), সিকাম (Cecum) ।
বাম ইলিয়াক ফসা (Left Iliac Fossa): নিম্নগামী কোলন, সিগময়েড কোলন ।
উদরের মধ্যস্থলের অব্যবহিত নিম্নাংশ(Hypogastrium): মূত্রথলী, সিগময়েড কোলন, নারী জননাঙ্গ ।
কোন ব্যক্তি এই অঞ্চলে কোনো ব্যথা অনুভব করলে তাই পেট ব্যথা ।
পেট ব্যথার কারণ ও লক্ষণ (Causes and symptoms of abdomen):
পাকস্থলীর ক্ষত (Peptic ulcer) - পরিপাক নালীর মধ্যে অ্যাসিড বহনকারী অঞ্চলের কাছাকাছি শ্লৈস্মিক ঝিল্লীর ক্ষত, ব্যথা রুঢ়/তীক্ষ্ণভাবে জিফয়েড এবং নাভির মধ্যে ১ ইঞ্চি ব্যাস অঞ্চল জুড়ে বিস্তৃত থাকে।
পিত্ত থলির প্রদাহ (Cholecystitis) - পিত্ত থলি স্পর্শকাতরতা সঙ্গে এপিগ্যাস্ট্রিক অঞ্চলে ব্যথার আক্রমন।
অগ্ন্যাশয় ক্যান্সার (Carcinoma of pancreas) - মধ্য পাকস্থলিতে ব্যথা, অবিচলিত এবং মৃদু বা আক্রমনের বেগ আস্তে আস্তে বেড়ে পেটে তীব্র/শূলবেদনাযুক্ত ব্যথা ।
পাকস্থলির কার্সিনোমা (Carcinoma stomach) - পেট ব্যথার সঙ্গে দৈনিক অস্বস্তি ।
এপেন্ডিক্সে তীব্র প্রদাহ (Acute appendicitis) - পেটে অতিরিক্ত শূলবেদনাযুক্ত ব্যথা প্রথমে কেন্দ্রী অঞ্চলের অনুভূত এবং কয়েক ঘন্টা পর ব্যথা ডান অধস্তন অস্থিসম্বন্ধীয় (right iliac fossa) অংশে স্থানান্তর হয় ।
অগ্ন্যাশয়ে তীব্র প্রদাহ (Acute pancreatitis) - এপিগ্যাস্ট্রিয়ামে সাংঘাতিক পৃষ্ঠশূল এবং স্পর্শকাতরতা ।
আইবিএস (Irritable bowel syndrome) - ভোজনসংক্রান্ত ব্যথা যা খাবারের সাথে সম্পর্কিত ।
বিচ্ছেদ অন্ত্রবৃদ্ধি (Hiatus hernia) - এপিগ্যাস্ট্রিক অঞ্চলে ব্যথা ঘটায়।
পেটের এঞ্জিনা (Abdominal angina) - দীর্ঘস্থায়ী অন্ত্রের রক্ত সঞ্চালনের সমস্যার জন্য ভোজনসংক্রান্ত ব্যথা দেখা দেয়, সাধারণত মোচড়ানো ব্যথা হয় এবং পিঠের দিকে ছড়িয়ে পড়ে।
কোলন কার্সিনোমা (Carcinoma colon) - ব্যথা নাভি স্তর থেকে নিচে ডান পাশ হয় ।
দ্বিপার্শিক ফেলোপিয়ান টিউব-ডিম্বাশয়ের প্রদাহ (Bilateral salpingo-ophoritis) - তলপেটে উভয় পাশ ব্যথা । ডিম্বাশয়ের সিস্ট - যাতে খুব তীব্র পেট ব্যথা উৎপাদন করে ।
অন্যান্য কারণ - পাকস্থলি ও অন্ত্রের প্রদাহ (Gastroenteritis), পরিপাক্তন্ত্রের প্রদাহ (Meckel’s diverticulitis), অন্ত্রে বাধা (Intestinal obstruction), ক্ষতসহ কোলন প্রদাহ (Ulcerative colitis), রক্তে এবং প্রস্রাবে অতিরিক্ত পরফাইরিন উপস্থিত(Porphyria), নিউমোনিয়া, বদহজম, প্লীহা ছিরে যাওয়া (Ruptured spleen), জরায়ুর বাইরে গর্ভাধারণ (Ectopic pregnancy), যকৃতের প্রদাহ (Hepatitis), জরায়ুর শ্লৈস্মিক ঝিল্লির প্রদাহ (Endometriosis), পাকাশয়ের প্রদাহ (Gastritis) ইত্যাদি পেট ব্যথায় অন্তর্ভুক্ত ।
রোগ নির্ণয় (Diagnosis):
রক্ত পরীক্ষা (Blood test) - কমপ্লিট ব্লাড কাউন্ট (CBC) , গর্ভধারণ পরীক্ষা (pregnancy test), রক্ত কালচার (blood culture), প্রস্রাব এনালাইসিস (urinalysis) ।
পেটের এক্সরে (X-ray abdomen) - রেনাল/কিডনি পাথর, অন্ত্রের বাধা নির্ণয় ইত্যাদি ।
পেটের সিটি স্ক্যান (Abdominal CT scan) - টিউমার সংক্রমণ, রেনাল//কিডনি পাথর, এপেন্ডিক্স প্রদাহসহ অভ্যন্তরীণ অঙ্গ এবং টিস্যু প্রদাহ নির্ণয় করে।
পেটের এমআরআই(Abdominal MRI) - টিউমারের অস্বাভাবিক বৃদ্ধি নির্ণয় করে।
পেটের আল্ট্রাসাউন্ড (Abdominal ultrasound) - পেটের কাঠামো মূল্যায়ন, পিত্ত থলি পাথর, মূত্রাশয় পাথর, জরায়ুর বাইরের গর্ভাবস্থা ইত্যাদি নির্ণয় করতে সাহায্য করে।
পেটের ব্যথা হোমিওপ্যাথিক চিকিৎসা (Homeopathic treatment of abdominal pain) :
হোমিওপ্যাথি হলো সবচেয়ে জনপ্রিয় একটি চিকিৎসা পদ্ধতি। রোগীর স্বতন্ত্র বৈশিষ্ট্যে নির্ণয় করে এবং উপসর্গ মিল তত্ত্ব উপর ভিত্তি করে ঔষধ নির্বাচনের মাধ্যমে চিকিৎসা করা হয়। রোগীর সব চিহ্ন এবং উপসর্গ মুছে সম্পূর্ণ পূর্বাবস্থায় ফিরে যাবার মাধ্যমে একমাত্র উপায় এটি। হোমিওপ্যাথি উদ্দেশ্য ব্যথা চিকিতসা নয়, এর অন্তর্নিহিত কারণ এবং ব্যক্তিগত সংবেদনশীলতা মোকাবেলাও এর উদ্দেশ্য। পেট ব্যথার স্বতন্ত্র ঔষধ নির্বাচন এবং চিকিৎসার জন্য, রোগীকে একজন যোগ্যতাসম্পন্ন হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত।
পেট ব্যথা চিকিৎসার জন্য কিছু দরকারী ওষুধ নিচে দেওয়া হল:
Nux Vomica - বিশেষ করে বদহজম জনিত কারণে পেটে ব্যথা জন্য নাক্স ভম একটি সেরা ওষুধ।
Colocynthis - উপোড় হয়ে পেট চেপে (bending double) বা কঠিন চাপ দ্বারা যে পেটে ব্যথা ভালো অনুভূত হয়, তাতে কলোসিন্থ ভালো কাজ করে ।
Pulsatilla - মসলা ও তৈল সমৃদ্ধ খাদ্য গ্রহণ এবং প্যাস্ট্রি খাওয়ার পর সৃষ্ট পেট ব্যথায় পালসেটিলা খুবই কার্যকরী ।
Natrum carb - পেটের ব্যথা খাওয়ার দ্বারা উপশম হলে নেট্রাম কার্ব ব্যবহৃত হয়।
Cuprum met - ঠান্ডা পানীয় পান করলে মারাত্মক আক্ষেপে কুপ্রাম মেট।
Croton tig - হঠাৎ পেট ব্যথা সাথে অতিরিক্ত পানিযুক্ত ডায়রিয়া ক্রুটন টিগ।
Chamomilla - বিশেষ করে রাগের পরে আকস্মিক পেট ব্যথায় ক্যামোমিলা কার্যকরী ।
Dioscorea - নাভী অঞ্চলে ব্যথা, যা পিছনে বেঁকে (bending backward) থাকলে কমে, এতে ডায়স্কোরিয়া কার্যকরী।
Belladonna - অন্ত্রে বাধার (intestinal obstruction) কারণে পেটে ব্যথা হলে বেলেডোনা ।
Mag phos - মারাত্মক, আকস্মিক পেট ব্যথা যা গরম প্রয়োগে ভাল অনুভূত হয়, তাতে ম্যাগ ফস অত্যান্ত কার্যকরী ।
China off - ফুলে যাওয়া এবং পূর্ণতা সঙ্গে যুক্ত ইপিগ্যাস্ট্রিক অঞ্চলে ব্যথা, বিশেষভাবে খাওয়ার পরে হলে চায়না অফিসিনালিস কার্যকরী ।
Lycopodium - খাওয়ার পর পেটে ব্যথা, যা বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত খুবই বেশি থাকে ।
পেট ব্যথার এলোপ্যাথিক চিকিৎসা (Allopathic treatment of abdominal pain) - কারণ বা মেডিক্যাল অবস্থার (medical condition) উপর চিকিৎসা নির্ভর করে; এছাড়াও কয়েকটি ক্ষেত্রে অস্ত্রোপচারও লাগে।
পেটের ব্যথা অন্যান্য বিকল্প চিকিৎসা (Other alternative treatment of abdominal pain) - প্রাকৃতিক উপায়ে চিকিৎসা (naturopathy), আয়ুর্বেদ, ভিটামিন বি৩, ভিটামিন বি৫, ধ্যান (meditation) ইত্যাদি ।
বিঃদ্রঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করিবেন না। হিতে বিপদ হতে পারে। সকল কিছুর মালিক আল্লাহ -
বিঃদ্রঃ আমার পোষ্ট গুলো যদি আপনার ভাল লাগে তাহলে অবশ্যয় কমেন্ট করে জানাবেন। আপনার যদি লিখতে কষ্ট হয় তাহলে G or N (G=good, N=nice ) লিখে কমেন্ট করবেন। তাহলে আরো ভাল পোষ্ট নিয়ে হাজির হব।---- আমার পোষ্ট গুলো বিভিন্ন ভাবে Net থেকে সংগ্রহ করা ---
Dr. Kaji Arifur Rahman - DHMS
Dr. Kaji Arifur Rahman - DHMS
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন