এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ১২ আগস্ট, ২০১৫

চারটি জিনিস মর্যাদা বৃদ্ধি করে:
১) ধৈর্য ও সহনশীলতা
২) বিনয়
৩) উদারতা
৪) সুন্দর ব্যবহার
-
চারটি জিনিস মহত্বের পরিচায়ক:
১) মানুষের উপকার করা (অর্থ, শ্রম, বুদ্ধি ও পরামর্শ দেয়ার মাধ্যমে)
২) মানুষকে কষ্ট দেয়া থেকে বিরত থাকা
৩) কারো ভালো কাজের পুরষ্কার যথাসম্ভব দ্রুত দেয়া
৪) কাউকে শাস্তি দেয়ার প্রয়োজন হলে তাড়াহুড়া না করা
-
চারটি কাজ নিচু স্বভাবের পরিচায়ক:
১) গোপন কথা ফাঁস করে দেয়া
২) বিশ্বাসঘাতকতা করা
৩) অসাক্ষাতে অন্যের দোষ সমালোচনা করা
৪) প্রতিবেশী বা সঙ্গীর সাথে খারাপ আচরণ করা
-
জ্ঞানীরা চারটি জিনিস থেকে দূরে থাকে:
১) যে কোন কাজে তাড়াহুড়া করা
২) সিদ্ধান্ত হীনতায় ভোগা
৩) আত্মম্ভরিতা দেখানো
৪) গুরুত্বপূর্ণ কাজে অবহেলা করা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন