এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১ আগস্ট, ২০১৫

বন্ধাত্ব নিয়ে ভাবনা?



বন্ধ্যাত্ব কিঃ

স্ত্রীলোকের সন্তান উৎপাদনের শক্তি না থাকার নাম "বন্ধ্যাত্ব" বা (Sterility)। স্ত্রী কিংবা পুরুষ যে কোনও একজনের বা উভয়ের দোষেই বন্ধ্যাত্ব হতে পারে।

কি কি কারনে হতে পারেঃ

বেশি বয়সে বিবাহ, অধিক মেদ, অপুষ্ট ডিম্ব, স্ত্রীজননেন্দ্রীয়ের উপদংশ, প্রমেহ ইত্যাদি কারনে বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। এছাড়া স্ত্রীলোকের শ্বত-প্রদর, জরায়ুর স্থানচ্যুত, জরায়ু, ডিম্বকোষ বা ডিম্ববাহীনালীর অর্বুদ, গুটিকাদোষ, ক্যানসারের ক্ষত এবং তার জন্য অপারেশনের মাধ্যমে বারংবার অঙ্গ কেটে ফেলা, অম্লগুণবিশিষ্ট জননাঙ্গ-স্রাব ইত্যাদি উল্লেখযোগ্য। আবার পুরুষের অম্লগুণবিশিষ্ট শুক্রস্রাব, অপরিমিত শুক্রস্রাব, শুক্রকিটের অভাব বা অপরিপুষ্ট শুক্রকিট, প্রমেহ, উপদংশ, অপরিপুষ্ট জননাঙ্গ ইত্যাদি দোষে বা স্ত্রীজননেন্দ্রীয় অপরিপুষ্ট থাকার কারনেও নারীদেরকে বন্ধ্যা হতে হয়।

চিকিৎসাঃ

কি কারনে বন্ধ্যাত্ব তা নির্ণয় করতে হবে এবং তা দুর করনের চেষ্টা করা অবশ্য কর্তব্য। কিন্তু উপরোক্ত কারনগুলো যদি না পাওয়া যায়, এবং তারপরও যদি কোনও মহিলা সন্তানলাভে বঞ্চিত বা বন্ধ্যাত্ব নামে অভিযুক্ত, তাহলে নিম্নলিখিত ঔষধগুলো খাওয়াতে হবে।

ঔষধ সমুহঃ

=> Conium 3 - বন্ধ্যাত্ব দুর করনের এটি একটি উৎকৃষ্ট ঔষধ (বিশেষ করে ডিম্বকোষের ক্ষীণতার জন্য বন্ধ্যাত্ব হলে)। অল্প পরিমাণে রজোনিঃসরণ, স্তনে বেদনা।

=> Borax 6 - তীব্র শ্বেত-প্রদর সহ বন্ধ্যাত্ব হলে উপকারী।

=> এছাড়াও Iodin 6 (স্তন ও ডিম্বকোষ ক্ষয়প্রাপ্ত হলে), Calc Carb 30 (অধিক পরিমাণে রজঃস্রাবের কারনে বন্ধ্যাত্ব), Aurum mur nat 3x(বিচুর্ণ) / 30 (অতি অল্প পরিমাণে রজঃস্রাব বা মোটেই রজঃস্রাব না হওয়ায় বন্ধ্যাত্ব), Sepia 30, Phosphorus 30, Natrum Mur 30 সময় সময় প্রয়োজন হতে পারে।

পুরুষের দোষের কারনে সন্তান না হলে Conium 6 বা Iodium 6 সেবন করতে হবে।

বিঃদ্রঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করিবেন না। হিতে বিপদ হতে পারে।  সকল কিছুর মালিক আল্লাহ -



বিঃদ্রঃ আমার পোষ্ট গুলো যদি আপনার ভাল লাগে তাহলে অবশ্যয় কমেন্ট করে জানাবেন। আপনার যদি লিখতে কষ্ট হয় তাহলে G or N (G=good, N=nice ) লিখে কমেন্ট করবেন। তাহলে আরো ভাল পোষ্ট নিয়ে হাজির হব।---- আমার পোষ্ট গুলো বিভিন্ন ভাবে Net থেকে  সংগ্রহ করা ---
 Dr. Kaji Arifur Rahman - DHMS

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন